কালীমন্দিরে চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ৷ পাঁচদিনের পিসি চেয়ে তোলা হল আদালতে।
বোমার আঘাতে জখম তৃণমূল কর্মী, উত্তেজনা চোপড়ায়
Bengal Live হেমতাবাদঃ হেমতাবাদের কালীমন্দিরে চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ৷ রায়গঞ্জ থানার কসবা মাহেশো এলাকা থেকে পুলিশ জয়দেব দাস ও সুজন দাস নামে দুইজনকে গ্রেপ্তার করে৷ তবে চুরি যাওয়া কালী মন্দিরের সোনার অলঙ্কার এখনও উদ্ধার হয়নি। ধৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের পুলিশি হেফাজতে চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
থানা থেকে ৫০ মিটার দূরত্বে থাকা বিদ্রোহী কালী মন্দিরে শুক্রবার চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরাও নষ্ট করে দেওয়া হয় বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। প্রায় দেড় লক্ষ টাকার সোনার অলঙ্কার খোয়া গিয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ৷
করোনায় আক্রান্ত কুমারী দুর্গা, মালদা রামকৃষ্ণ মিশনে বন্ধ কুমারী পূজা