রায়গঞ্জ

রায়গঞ্জে পুকুর থেকে উদ্ধার দুই নাবালিকার মৃতদেহ

পুকুর থেকে উদ্ধার দুই নাবালিকার মৃতদেহ

Bengal Live রায়গঞ্জঃ পুকুর থেকে দুই নাবালিকার মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার সোনাডাঙি এলাকায়। পুলিশ দুটি মৃতদেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুই স্কুল ছাত্রীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

জানা গেছে, সোমবার বিকেলে বৃষ্টি চলাকালীন দুই নাবালিকা স্থানীয় একটি পুকুরে স্নান করতে নামে। স্থানীয় বাসিন্দাদের চোখে পড়তেই দুই নাবালিকাকে সতর্ক করেন তাঁরা। যদিও শেষ রক্ষা হয়নি। পুকুরের জলে তলিয়ে যায় স্কুল পড়ুয়া দুই নাবালিকা।

এরপর বহু খোঁজ করা হলেও কোনও হদিশ মেলেনি। মঙ্গলবার সকালে ওই পুকুরেই এক ছাত্রীর মৃতদেহ ভেসে ঊঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে মাছ ধরার জাল পুকুরে ফেলে অপর নাবালিকার মৃতদেহও উদ্ধার করেন গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Related News

Back to top button