উত্তর দিনাজপুর বারের ভোটে ত্রিমুখী লড়াই
উত্তর দিনাজপুর বারের ভোটে ত্রিমুখী লড়াই, প্রার্থী দিল না বামেরা
Bengal Live রায়গঞ্জঃ প্রকাশ পেল উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা। নির্বাচনে বিজেপি, কংগ্রেস ও তৃণমূল লড়াই করলেও একটিও আসনে প্রার্থী দেয়নি বামেরা।
মোট ১৭টি আসনে আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচন হবে উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশন। বিজেপি ও তৃণমূল ১৭ আসনে নিজেদের প্রার্থী দিলেও ১২টি আসনে লড়াই করছে কংগ্রেস। কংগ্রেসের দাবী বামেদের জন্য পাঁচটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। যদিও নির্বাচনী লড়াই থেকে নিজেদের সরিয়ে নিয়েছে বামেরা। ফলে কংগ্রেস লড়াই করছে ১২ আসনে।
জানা গেছে, ১৭ আসনে মোট ৫০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে। ৪ জন রয়েছেন নির্দল প্রার্থী। মোট ভোটারের সংখ্যা রয়েছে ৩২৪ জন।
এদিকে প্রার্থী তালিকা প্রকাশ হতেই নির্বাচনী প্রচারে ঝাপিয়ে পড়েছে তিন পক্ষ। জয় পাওয়ার বিষয়ে আশাবাদী তিন পক্ষই।