রায়গঞ্জ

রায়গঞ্জে তৃণমূল ছেড়ে বিজেপিতে উদ্বাস্তু সেলের সহ সভাপতি

বিজেপিতে যোগ দিলেন তৃণমূল নেতা। বিধানসভা নির্বাচনের আগে রায়গঞ্জ শহরে ভাঙন ধরল তৃণমূল কংগ্রেসে৷

নির্বাচনের প্রাক কালে যুবকের মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে

Bengal Live রায়গঞ্জঃ দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেস উদ্বাস্তু সেলের সহ সভাপতি অভিষেক দাস। প্রায় ৬০ জন অনুগামীকে নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি শিবিরে যোগ দিলেন তিনি। বিধানসভা নির্বাচনী কার্যালয়ে দলত্যাগী তৃণমূল নেতা কর্মীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানী। ভোটের আগ মুহূর্তে দলে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা যোগ দেওয়ায় কিছুটা শক্তি বৃদ্ধি পেল বলে দাবি বিজেপি নেতৃত্বের।

শিলিগুড়িতে মেট্রো, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা দেবশ্রী চৌধুরীর

দলত্যাগী তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক দাস বলেন, আমি তৃণমূল কংগ্রেসের উদ্বাস্ত সেলের সহ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের জয়েন্ট বাহিনীর জেলার কার্যকরী সভাপতি ছিলেন। বিভিন্ন সময়ে দল থেকে অপমান করা হয়েছে৷ আচমকা পদ থেকে সরিয়েও দেওয়া হয়েছে। সম্প্রতি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থাকা রোগী পরিষেবা কেন্দ্রটি দলের কিছু নেতা ভাঙচুর করলেও দলীয় নেতৃত্ব পাশে এসে দাঁড়ায়নি। সেই ক্ষোভ থেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি৷

Related News

Back to top button