রায়গঞ্জ

নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল

রবিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক নেতৃত্ব।

 

Bengal Live রায়গঞ্জঃ দলনেত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার কর্মসূচি নিয়েছে নেতৃত্ব। রবিবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে দলীয় ইস্তেহার প্রকাশ করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। দলীয় নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি পূর্ণেন্দু দে, রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ সহ শীর্ষ নেতৃত্ব।

রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসলে আগামী পাঁচ বছরে রাজ্যের মানুষের সার্বিক উন্নয়নে যে দশটি কাজ করার অঙ্গীকার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করা হয়েছে তা রাজ্যের সবকটি বিধানসভা এলাকার দলীয় নেতৃত্ব প্রকাশ করার পাশাপাশি অঙ্গীকারবদ্ধ হচ্ছেন। সেইমতো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বোগ্রামে দলীয় কার্যালয়ে এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

ইস্তেহার প্রকাশের পর কানাইয়ালাল আগরওয়াল বলেন, দশটি কাজের অঙ্গীকার করা হয়েছে তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। রাজ্যের মুখ্যমন্ত্রীই রাজ্যের ২৯৪ টি আসনের প্রার্থী বলে দাবি করে কানাইয়ালাল বলেন, উন্নয়নের নিরিখেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন।

Related News

Back to top button