ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই উত্তর দিনাজপুরে শুরু হল ভোটকর্মীদের প্রশিক্ষণ
বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চরমে। সোমবার থেকে শুরু হল প্রশিক্ষণ। প্রথম পর্যায়ের প্রশিক্ষণ চলবে আগামী ২৫ তারিখ পর্যন্ত।
Bengal Live রায়গঞ্জঃ রাজ্য বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ বা বিজ্ঞপ্তি জারি না হলেও ভোট কর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শুরু হয়ে গেল উত্তর দিনাজপুর জেলায়। সোমবার রায়গঞ্জ ব্লকের বিভিন্ন স্কুলে শুরু হয়েছে প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ।
উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার ৩০৩৬ টি বুথের প্রিসাইডিং অফিসারদের সারা জেলায় আজ থেকে প্রশিক্ষণ শুরু হল। আগামী ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত প্রথম পর্যায়ের প্রশিক্ষণ চলবে। রায়গঞ্জ ব্লকের বিডিও তথা ব্লক রিটার্নিং অফিসার শুভজিৎ মন্ডল জানিয়েছেন, কোভিড প্রোটোকল মেনে সোমবার সকাল ১০ টা থেকে ভোটের প্রশিক্ষণ শুরু হয়েছে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
আজ সারা জেলায় প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হল। এরপর একে একে ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং ও থার্ড পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হবে।