রায়গঞ্জ

বাধ্যতামূলক মাস্ক, সচেতনতার বার্তা দিলেন পুরপতি

লকডাউন চালু হওয়ার পর থেকেই শহরের বিভিন্ন বাজার সহ অন্যান্য জনবহুল এলাকাগুলিতে লাগাতার নজরদারি চালাচ্ছেন পুরপতি।

Bengal Live রায়গঞ্জঃ বাইরে বেরোলে মাস্ক পড়া বাধ্যতামূলক। রাজ্য সরকারের পক্ষ থেকে এমন বিজ্ঞপ্তি জারি হওয়ার পর মানুষকে সচেতন করতে তৎপর রায়গঞ্জ পুরসভা৷ সোমবার সকালে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পথে নামেন পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস৷ বিভিন্ন বাজার এলাকায় ঘুরে সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দেওয়ার পাশাপাশি বাসিন্দাসের মাস্ক পড়ার জন্য আবেদন করেন তিনি।

এদিন সকালে পুলিশ প্রশাসন ও পুরসভার অন্যান্য কাউন্সিলরদের সাথে নিয়ে দেবীনগর বাজার, বন্দর বাজার, কলেজপাড়া বাজার এবং বি. সি রায় সরণিতে অবস্থিত একটি ব্যাঙ্কে যান
সন্দীপ বিশ্বাস। বাজারে উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের ও ব্যাঙ্কে আসা গ্রাহকদের নোভেল করোনা মহামারী প্রতিরোধ করবার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন করেন তিনি। মাক্স পরবার জন্য সচেতন করেন নাগরিকদের৷

লকডাউন চালু হওয়ার পর থেকেই শহরের বিভিন্ন বাজার সহ অন্যান্য জনবহুল এলাকাগুলিতে লাগাতার নজরদারি চালাচ্ছেন পুরপতি। করোনা মোকাবিলায় লকডাউন মেনে চলার কথা বলার পাশাপাশি সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আবেদন জানান পুরপতি৷ মাইকিং করেও এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে।

Related News

Back to top button