রায়গঞ্জ

কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে মাঠে নামল তৃণমূলের মহিলা ব্রিগেড

রবিবার মিছিলে সহস্রাধিক মহিলা তৃণমূল কর্মী পা মিলিয়েছেন বলে দাবি জেলা তৃণমূল কংগ্রেসের। মিছিলের নেতৃত্ব দেন প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। বাড়ি বাড়ি উন্নয়নের বার্তা পৌঁছে ভোট ভিক্ষা করার পরামর্শ নেত্রীর

Bengal Live কালিয়াগঞ্জঃ বিধানসভা উপনির্বাচনে প্রচারের ময়দানে নামল তৃণমূলের মহিলা ব্রিগেড৷ রবিবার প্রাক্তন সাংসদ তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষের নেতৃত্বে মিছিল করল উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা। মিছিলের পাশাপাশি এদিন কালিয়াগঞ্জের নজমু মঞ্চে কর্মী সভাও অনুষ্ঠিত হয়৷

কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহের সমর্থনে রবিবার প্রচার করেন অর্পিতা ঘোষ। “নো এনআরসি, ভোট ফর টিএমসি” স্লোগান তুলে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। কর্মী সভায় মহিলা কর্মীদের পাড়ায় পাড়ায় উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার পরামর্শ দেন অর্পিতা ঘোষ৷

এদিনের কর্মী সভায় অর্পিতা ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি, দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, উত্তর দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি পুষ্পা মজুমদার সহ অন্যান্যরা।

Related News

Back to top button