রায়গঞ্জ

কর্তৃপক্ষের ভুলের জন্যই অতিথি অধ্যাপকদের সমস্যায় পড়তে হয়েছে – অমল

অষ্টম দিনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকদের আন্দোলন। কর্তৃপক্ষের ভুলের জন্যই এই সমস্যা হয়েছে বলে সাফ মন্তব্য ইটাহারের বিধায়ক অমল আচার্যের।

 

 

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপকদের আন্দোলন প্রসঙ্গে কর্তৃপক্ষের গাফিলতিকেই এক প্রকার দায়ি করলেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। সোমবার অতিথি অধ্যাপকদের অষ্টম দিনের আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গনে আন্দোলনকারীদের সাথে দেখা করার পর অমল আচার্যের সাফ বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো রিপোর্টে ভুল থাকার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। আজকেই শিক্ষা মন্ত্রীর সাথে কথা বলবো।

অস্থায়ী, চুক্তি ভিত্তিক ও অতিথি অধ্যাপকদের এক ছাতার তলায় আনতে মুখ্যমন্ত্রী স্টেট এইডেড কলেজ টিচার পলিসি কার্যকর করার কথা ঘোষণা করেছিলেন। সেই মতো রাজ্যের সমস্ত কলেজে কর্মরত উক্ত তিন শ্রেণীর অধ্যাপক ও অধ্যাপিকারা SACT- এর আওতায় এলেও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২৪ জন অতিথি অধ্যাপক এই স্বীকৃতি পাওয়া থেকে বঞ্চিত হন। এই দাবিতেই গত আট দিন থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনেই রাত-দিন ধর্ণা অবস্থান করে চলেছেন অতিথি অধ্যাপকরা। সোমবার আন্দোলনকারীদের সাথে দেখা করতে যান রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তও। তিনিও কার্যত বিশ্ববিদ্যালয়ের গাফিলতি রয়েছে বলেই দাবি করছেন।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকদের আন্দোলন অষ্টম দিনে, মুখ্যমন্ত্রী-রাজ্যপালকে চিঠি দেবেন মোহিত

একই রকম বক্তব্য শোনা গিয়েছে ইটাহারের তৃণমূল কংগ্রেস বিধায়ক অমল আচার্যের বক্তব্যেও। বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী SACT ঘোষণা করেছিলেন কলেজ স্তরের জন্য। কিন্তু কর্তৃপক্ষ যখন রিপোর্ট পাঠিয়েছিল তখন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করে পাঠায়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মধ্যেই যে একটা স্নাতক স্তরের কলেজ রয়েছে সেটা উল্লেখ করে পাঠালেই ওঁরা স্টেট এইডেড কলেজ টিচারের স্বীকৃতি পেয়ে যেতেন। ওঁদের আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটু নড়েচড়ে বসে আবার ঠিক করে রিপোর্ট পাঠিয়েছে। বিধায়ক অমল আচার্য সাফ জানিয়েদেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি কোনও ভুল করে থাকে, তার জন্য তো ওঁরা ভুক্তভোগী হতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের ভুলের জন্যই এই সমস্যা দেখা দিয়েছে। আমি আজকেই শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো।

Related News

Back to top button