তৃণমূলের সাথে আঁতাত হয়েছে সিপিএমের, অভিযোগ বিজেপির
মেয়াদ শেষের পর উত্তর দিনাজপুর জেলার দুই পুরসভা ইসলামপুর ও কালিয়াগঞ্জে অন্যায় ভাবে প্রশাসক বসানো হয়েছে, অভিযোগ বিজেপি নেতার।
Bengal Live কালিয়াগঞ্জঃ মেয়াদ শেষের পর কালিয়াগঞ্জ ও ইসলামপুর পুরসভায় অন্যায় ভাবে প্রশাসক বসানো হয়েছে। মঙ্গলবার এমন অভিযোগ তুলে আন্দোলনে নামল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর নেতৃত্বে এদিন কালিয়াগঞ্জে অবস্থান বিক্ষোভে সামিল হয় বিজেপি৷ এদিকে রায়গঞ্জ বিধানসভা এলাকার একাধিক কোয়ারান্টাইন সেন্টারে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে।
উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর অভিযোগ, বিজেপি রাজ্যে একটা বড় শক্তি সেটা বুঝে গিয়েছে তৃণমূল৷ তাই বিজেপিকে হারাতে সিপিএমের সাথে গোপন আঁতাত করেছে তৃণমূল। সেই কারণে শিলিগুড়ি কর্পোরেশন সিপিএমকে ছেড়ে দিয়ে ইসলামপুর ও কালিয়াগঞ্জে অন্যায় ভাবে বিদায়ী পুরপতিকে প্রশাসক হিসেবে বসিয়েছে তৃণমূল। আমরা এই অন্যায়ের তীব্র বিরোধিতা করে এদিন কালিয়াগঞ্জে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি।