পথ দুর্ঘটনায় মৃত রায়গঞ্জের তৃণমূল নেতা, শোকার্ত কর্মীরা

জানা গেছে, মোটর বাইক চেপে রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটেছে। শোকের ছায়া নেমে এসেছে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে।
Bengal Live রায়গঞ্জঃ নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার পথে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল কংগ্রেস নেতার। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার নাজিমপুর পালপাড়ায়। মৃত তৃণমূল নেতার নাম স্কাইলার বর্মন। তিনি রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রামপঞ্চায়েতের অঞ্চল সভাপতি ছিলেন। দুর্ঘটনায় নিহত তৃণমূল নেতার মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
ব্যাঙ্কের সিএসপি কর্মীকে অপহরণ রায়গঞ্জে, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুর গ্রামপঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি স্কাইলার বর্মন শনিবার সন্ধ্যায় তাঁর কেশুড়ার বাড়ি থেকে নিমন্ত্রণ রক্ষা করতে বোস্তর গ্রামে গিয়েছিলেন। রাতে মোটরবাইক নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পুকুরে উল্টে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল কংগ্রেস নেতা স্কাইলার বর্মনের। তৃণমূল নেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রামপুর গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।