রায়গঞ্জ

তৃণমূলে ভাঙন উত্তর দিনাজপুরে, বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন পুরপতি কার্তিক পাল

উত্তর দিনাজপুরেও শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলে ভাঙন ধরালো বিজেপি। শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় গিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক তথা শুভেন্দু অনুগামী কার্তিক চন্দ্র পাল।

 

 

Bengal Live রায়গঞ্জঃ শুভেন্দুর হাত ধরে ভাঙন ধরল উত্তর দিনাজপুর জেলা তৃণমূলেও৷ তৃণমূল কংগ্রেস ছেড়ে শুভেন্দু অধিকারীর পথে হেঁটেই বিজেপিতে যোগ দিলেন কালিয়াগঞ্জের প্রাক্তন পুরপতি তথা বর্তমান প্রশাসক বোর্ডের চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল।

বেশ কিছুদিন থেকেই কার্তিক চন্দ্র পালের বিভিন্ন কাজকর্মে নানারকম প্রশ্ন উঠে আসছিল জেলার রাজনৈতিক মহলে। কার্তিক চন্দ্র পাল শুভেন্দু অনুগামী বলেই পরিচিত। তাঁরই হাত ধরে কালিয়াগঞ্জ পুরসভায় চেয়ারম্যানের পদে বসেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তৃণমূলের অন্দরে ও বাহিরে জল্পনা ও গুঞ্জন শুরু হয়েছিল, তাহলে কার্তিক পালও কি শুভেন্দু অধিকারীকে অনুসরণ করে তৃণমূল ছেড়ে যোগ দেবেন বিজেপিতে ? শনিবার সেই জল্পনাই সত্যি হল।

ইতিমধ্যেই কালিয়াগঞ্জে বিজেপি ভাল প্রভাব বিস্তার করেছে। গত উপনির্বাচনে বিধায়ক পদটি তৃণমূল ছিনিয়ে নিলেও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি। এবারে কাজের মানুষ, কাছের মানুষ বলে পরিচিত কার্তিক পাল বিজেপিতে যোগ দেওয়ায় ২০২১-এর বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ আসনে তৃণমূলকে যথেষ্ট বেগ পেতে হবে বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।

Related News

Back to top button