রায়গঞ্জ

করোনা আতঙ্ক কাটাতে রায়গঞ্জে চিকিৎসকদের সঙ্গে নিয়ে পথসভা তৃণমূলের

করোনা সতর্কতায় চিকিৎসকদের নিয়ে পথ সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস স্বাস্থ্য কর্মী সংগঠন। বাসিন্দাদের মধ্যে মাস্ক বিলি করা হয়।

Bengal Live রায়গঞ্জঃ করোনা সতর্কতায় চিকিৎসকদের নিয়ে পথ সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস স্বাস্থ্য কর্মী সংগঠন। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের একাধিক চিকিৎসকদের নিয়ে এই পথ সভার আয়োজন করে শাসক দলের শ্রমিক সংগঠন। পথ সভার শেষে হাসপাতালে আগত সাধারণ বাসিন্দাদের মধ্যে মাস্ক বিলি করা হয়। এছাড়াও হ্যান্ড স্যানিটাইজার সঠিক ভাবে ব্যবহার করাও দেখানো হয় সাধারণ নাগরিকদের।

তৃণমূল কংগ্রেস স্বাস্থ্য কর্মী সংগঠনের সভাপতি প্রশান্ত মল্লিক বলেন, নোভেল করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের সঠিক নিয়মও মানুষের কাছে অজানা। সেই কারণেই আতঙ্ক দূর করতে এই পথ সভার আয়োজন করা হয়।

এদিনের পথ সভায় শ্যামশ্রী চাকি, সোমনাথ চ্যাটার্জি,অশোক মন্ডল,শ্যামশুভ্র বাগ,সানা আহমেদ সহ একাধিক চিকিৎসক মানুষকে সচেতন করতে বক্তব্য রাখেন বলে জানিয়েছেন প্রশান্ত মল্লিক। চিকিৎসক শ্যামশ্রী চাকি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের সঠিক পদ্ধতি মানুষকে দেখিয়ে দেন। এছাড়াও এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে কী কী করা উচিৎ সেই সম্পর্কেও সাধারণ মানুষকে সঠিক ধারণা দেন চিকিৎসকেরা।

Related News

Back to top button