প্রকাশ্য দিনের আলোয় তৃণমূল কাউন্সিলরের উপরে প্রাণঘাতী হামলা। ফের উত্তপ্ত রায়গঞ্জ। লকডাউনের স্তব্ধ শহরেই গুলিবিদ্ধ কাউন্সিলর।
Bengal Live রায়গঞ্জঃ প্রকাশ্য দিনের আলোয় রায়গঞ্জ পুরসভার তৃণমূল কাউন্সিলরকে গুলি করল দুষ্কৃতীরা। সোমবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ শহর জুড়ে। গুলিবিদ্ধ অবস্থায় কাউন্সিলর তপন দাসকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লকডাউন চলাকালীন আপাত শান্ত স্তব্ধ শহরে দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীর মধ্যে।
ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার পুলিশ। কে বা কারা কী কারণে তপনবাবুর উপরে প্রাণঘাতী হামলা চালালো তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তদন্ত শুরু করেছে পুলিশ।