রায়গঞ্জ

হেমতাবাদে কলেজ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী সত্যজিৎ বর্মন

সময় নষ্ট না করে প্রার্থী হিসেবে নাম ঘোষণার সাথে সাথেই প্রচারে নেমে পড়লেন সত্যজিৎ বর্মণ। প্রথম বিধানসভা নির্বাচন লড়ছেন হেমতাবাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী।

 

Bengal Live হেমতাবাদঃ প্রার্থী তালিকায় নাম ঘোষণা হওয়ার পরদিনই দুর্গা ও কালী মন্দিরে পূজা দিয়ে প্রচারে নেমে পড়লেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন। উত্তর দিনাজপুর জেলায় হেমতাবাদ আসনে এবারে নতুন মুখ সত্যজিৎ বর্মন। শনিবার পূজা দিয়েই দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিধানসভার বিভিন্ন এলাকায় ভোটের আবেদন করে নিজে হাতে দেওয়াল লিখন শুরু করার পাশাপাশি কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় প্রচার শুরু করে দিলেন হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন।

শুক্রবার রাজ্যের ২৯১ টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুর জেলায় ৯ আসনের মধ্যে চারটি নতুন মুখ তুলে ধরেছেন তিনি। তারই মধ্যে অন্যতম সত্যজিৎ বর্মণ।

প্রার্থী সত্যজিৎ বর্মন বলেন, প্রার্থী এখানে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির উন্নয়নের নিরিখেই এলাকার মানুষ তাঁকে ভোট দিয়ে জয়ী করবেন। হেমতাবাদের সার্বিক উন্নয়নের পাশাপাশি হেমতাবাদে একটি কলেজ স্থাপনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবেন বলে জানান সত্যজিৎ বর্মন।

Related News

Back to top button