প্রচারে নামলেন কালিয়াগঞ্জ বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ। রবিবার দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার শুরু করেন তিনি।
Bengal Live কালিয়াগঞ্জঃ “দিদি যা উন্নয়ন করে দিয়েছেন, আর দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষ যেভাবে সুবিধা ও উন্নয়ন পেয়েছেন সেই উন্নয়নের নিরিখেই কালিয়াগঞ্জ বিধানসভার মানুষ উপনির্বাচনের পর তাঁকে আবার বিজয়ী করবেন। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই রবিবার কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় প্রচারে নেমে এমনই আত্মবিশ্বাস দেখালেন তপন দেব সিংহ।
কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী এদিন প্রথমেই প্রচারে বেরিয়ে নিজে হাতে দেওয়াল লিখন করার পর সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট দেওয়ার আবেদন জানান। ২০১৯ সালে কালিয়াগঞ্জ বিধানসভার কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের প্রয়ানের পর এই আসনে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ বিজেপি প্রার্থীকে হারিয়ে প্রথমবার কালিয়াগঞ্জ বিধানসভায় ঘাসফুল ফুটিয়ে ছিলেন। লোকসভা ভোটের নিরিখে কালিয়াগঞ্জ বিধানসভায় প্রায় ৫৫ হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ বিজেপির সেই লিডকে টপকে ২৫০০ ভোটে জয়ী হয়েছিলেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই তপন দেব সিংহের উপর আস্থা রেখে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা আসনে তপন দেব সিংহকেই প্রার্থীপদ দেন। প্রার্থী তালিকা ঘোষণার পর এদিন প্রথম প্রচারে নামেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ। দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করে তিনি কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ বলেন, উপনির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি মতো দিদি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালকে ২৫০ বেডের হাসপাতাল করে দিয়েছেন। রাজ্যজুড়ে দিদির উন্নয়নের নিরিখেই তাঁকে ভোট দেবেন কালিয়াগঞ্জবাসী।