রায়গঞ্জ

রায়গঞ্জে মমতার সভায় চাকরির দাবিতে প্ল্যাকার্ড, ক্ষুব্ধ নেত্রী, আটক তিন যুবক

“দিদি আমাদের চাকরি দিন, নয় মৃত্যু দিন”। “দিদি আমাদের নিয়োগপত্র দিয়ে বাঁচান”। সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা কয়েকজন যুবক যুবতীর হাতে এই পোস্টার দেখতেই তেড়েফুঁড়ে এল মুখ্যমন্ত্রীর জনসভায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা।

 

 

Bengal Live রায়গঞ্জঃ নেত্রীর ভাষণ চলাকালীন জনসভার ভিড়ের মধ্যে থেকেই গ্রুপ ডি পদে চাকরির দাবি জানাচ্ছিলেন জনা কয়েক যুবক-যুবতী। তাতেই ঘটল ছন্দ পতন। রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বক্তব্যের মাঝেই হঠাৎ বিরক্ত হয়ে যান মুখ্যমন্ত্রী। বিভ্রান্তি না ছড়ানোর আবেদন করেন তিনি। পুলিশের মধ্যস্থতায় ক্ষান্ত করা হয় আন্দোলনকারী যুবকদের। মুখ্যমন্ত্রী রায়গঞ্জ ছেড়ে চলে যাওয়ার পরে জানা যায়, সভার শেষে পুলিশ আন্দোলনকারী তিন যুবককে আটক করেছে। আটক হওয়া চাকরি প্রার্থীরা অবশ্য জানিয়েছেন, এভাবে তাঁদের আন্দোলন থামানো যাবে না। আগামীতে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

২০১৬ সালে রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যে ষাট হাজার যুবক-যুবতীকে গ্রুপ ডি পদে নিয়োগ করবেন। লিখিত পরীক্ষার মাধ্যমে ষাট হাজারের বদলে ৬ হাজার গ্রুপ ডি পদে আবেদনকারীর মৌখিক পরীক্ষা হয়েছিল। তার মধ্যে ৫৪২২ জনের নিয়োগপত্র দেওয়া হয়েছে। কিন্তু বাকি ৫৭৮ জন চাকরি প্রার্থী আজও নিয়োগপত্র পাননি বলে অভিযোগ৷ তাঁরা জানান, সেই গ্রুপ ডি পদে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রাজ্যের ২০ টি জেলার ৫৭৮ জন চাকরিপ্রার্থী। কিন্তু কোনও সুরাহা হয়নি। বুধবার রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতেই সাদা কাগজে লাল কালির হাতে লেখা পোস্টার নিয়ে তাঁদের কয়েকজন ঢুকে পড়েছিলেন জনতার ভিড়ে। জনসভায় বক্তব্য চলাকালীন এই ঘটনায় বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরে পুলিশ চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের তিনজনকে আটক করে৷ আন্দোলনকারী চাকরিপ্রার্থী নয়ন রায় বলেন, “আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই এই উদ্যোগ নিয়েছিলাম। তবে এভাবে আমাদের আটক করে চাকরির জন্য আন্দোলনকে প্রতিহত করা যাবে না। আমরা এই চাকরির দাবিতে বৃহত্তর আন্দোলনে নামবো।”
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে ওই তিনজনকে।

Related News

Back to top button