রায়গঞ্জে বজ্রাঘাতে মৃত একাধিক
বজ্রাঘাতে মৃত তিন কৃষিমজুর রায়গঞ্জে। ঘটনায় আহত আরও ৮জন। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া রায়গঞ্জের জগদীশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
Bengal Live রায়গঞ্জঃ জমিতে ধানের চারা রোপণ করতে গিয়ে বজ্রাঘাতে তিন জন কৃষকের মৃত্যু হল। জখম হয়েছেন আরও আটজন।ঘটনাটি রায়গঞ্জ থানার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কোকরাটুলি নুনিয়া গ্রামে। আহতদের মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুই জনের আঘাত গুরুতর থাকায় তাঁদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুরে আচমকাই আকাশ কালো করে ব্যাপক বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় রায়গঞ্জে। ঘন্টাখানেকের বেশি বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়ে রায়গঞ্জ শহরের একাংশ। এদিকে সেই সময়ই নুনিয়া গ্রামে জমিতে ধানের চারা বুনছিলেন চাষীরা। স্থানীয় বাসিন্দা ধনিরাম বর্মন বলেন, বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত শুরু হয়। ঘটনাস্থলে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও আট জন কৃষক। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত তিনজনের নাম, শোভা বর্মন, মান্ডা বর্মন ও চম্পা বর্মন। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হয়েছে। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।