ইলেকট্রনিক সরঞ্জামের গোডাউন দুঃসাহসিক চুরির অভিযোগ রায়গঞ্জে
ইলেকট্রনিক সরঞ্জামের গোডাউনে লক্ষাধিক টাকার দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জে। পাঁচটি তালা ভেঙে বাছাই করা কিছু দামী সরঞ্জাম চুরি হয়েছে বলে ব্যবসায়ীর দাবি।
Bengal Live রায়গঞ্জঃ ইলেকট্রনিক সরঞ্জামের গোডাউনে লক্ষাধিক টাকার দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জে। পাঁচটি তালা ভেঙে বাছাই করা কিছু দামী সরঞ্জাম চুরি হয়েছে বলে ব্যবসায়ীর দাবি। বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা প্রকাশ্যে আসলে আতঙ্ক ছড়ায় রায়গঞ্জ টাউন ক্লাব মাঠ সংলগ্ন এলাকায়। রায়গঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী। খবর পেয়ে রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী ঘটনাস্থলে পৌঁছেছেন।
ব্যবসায়ী প্রবীর পোদ্দার জানান, লকডাউনের কারণে বেশ কিছুদিন থেকে দোকান বন্ধ৷ সেই কারণে গোডাউনেও আসা হয়নি। এদিন সকালে গোডাউনে ঢুকেই দেখি তালা ভাঙা রয়েছে। ভেতরে ঢুকে দেখি লোহার রড পড়ে রয়েছে। তা দিয়েই পরপর পাঁচটি তালা ভাঙা হয়েছে৷ তবে আশ্চর্যের বিষয় বাছাই করা কিছু দামী সরঞ্জাম ছাড়া অন্য কিছু খোঁয়া যায়নি৷ প্রাথমিক ভাবে অনুমান, দুই থেকে আড়াই লক্ষ টাকার ইলেকট্রিক সরঞ্জাম চুরি হয়েছে। রায়গঞ্জ থানায় চুরির ঘটনা জানিয়েছেন বলে দাবি ব্যবসায়ী প্রবীর পোদ্দারের।