রায়গঞ্জ ব্লকের আরও এক পঞ্চায়েত হাতছাড়া বিজেপির
রায়গঞ্জে আরও এক পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস। বরুয়া গ্রাম পঞ্চায়েত হাতছাড়া বিজেপির।
Bengal Live রায়গঞ্জঃ আরও এক পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। রায়গঞ্জ ব্লকের ১২ নম্বর বরুয়া গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস। বুধবার তিন বিজেপি সদস্য, দুই কংগ্রেস ও দুই নির্দল সদস্য দলত্যাগ করে তৃণমূলে যোগ দিলেন। তৃণমূল নেতৃত্বের দাবি, এই দলবদলের জেরে বিজেপি পরিচালিত বরুয়া গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস। এদিন নয়া পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন বলে জানিয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ।
২০১৮ সালে রায়গঞ্জ ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬টিতে বিজেপি ও ৮টিতে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করে। ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর এবার একে একে দখলে থাকা পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে বিজেপির।
উত্তরবঙ্গে ডেল্টা ও ইউকে থাবা, কতটা উদ্বেগের? জানাচ্ছেন চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য
ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ বলেন, দুর্নীতি, অপশাসন,মানুষের কাজ না করার জন্য মোট ৭ জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধান অপসারিত হয়েছেন। জনকল্যাণমুখী পঞ্চায়েত বিজেপি গড়ে তুলতে না পারার কারণেই বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। এদিন পঞ্চায়েত আইন অনুযায়ী বরুয়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এলো। মানস ঘোষের দাবি, মহিপুর, কমলাবাড়ি ২ পঞ্চায়েত ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের দখলে চলে এসেছে। বীরঘই গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও তৃণমূল কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছে। অগাস্ট মাসের মধ্যেই রায়গঞ্জ ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে চলে আসবে বলে দাবি করেন তিনি।
সংখ্যালঘু স্কলারশিপ নিয়ে আর্থিক প্রতারণা, গ্রেপ্তার দুই, পুলিশের উপর হামলা করণদিঘিতে