প্রশিক্ষণ ছাড়াই সাপ ধরতে গিয়ে মৃত্যু হল রায়গঞ্জের টোটো চালকের
প্রশিক্ষণ ছাড়াই সাপ ধরতে গিয়ে মৃত্যু হল টোটো চালকের। সোমবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু ঘটে তার।
Bengal Live রায়গঞ্জঃ প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই সাপ ধরতে গিয়ে টোটো চালকের মৃত্যুর ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। গত বৃহস্পতিবার তিন তিন বার একই সাপের ছোবল খেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোমবার হাসপাতালেই মৃত্যু ঘটে তার।
স্থানীয় সূত্রে খবর, মৃত টোটো চালকের নাম বিশ্বজিৎ ঘোষ, বাড়ি রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায়। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় প্রায় ৪ ফুট লম্বা একটি বিষাক্ত গোখরো সাপ হাত দিয়ে ধরার চেষ্টা করেন তিনি। সাপ ধরার এমন দুঃসাহসিক দৃশ্য দেখে মোবাইলে তা রেকর্ড করে রাখছিলেন সেখানে উপস্থিত অন্যান্যরা। কিন্তু সাপটির মাথা ধরে তাকে বোতলবন্দী করতে গেলেই বাধে বিপত্তি, সাপটি তিন বার ছোবল বসায় তাঁর হাতে।
প্রত্যক্ষদর্শীদের মোবাইলে রেকর্ড হয় সাপের দংশনের দৃশ্যও। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জের একটি পশুপ্রেমী সংগঠনের কর্মীরা। তাঁরা গিয়ে সাপটিকে উদ্ধার করে। এরপর আশঙ্কাজনক অবস্থায় আহত ওই যুবককে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোমবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু ঘটে ওই টোটো চালকের।
এদিকে প্রশিক্ষণ ছাড়া এভাবে সাপ না ধরার বার্তা দিয়েছেন মৃতের দাদা সঞ্জীব ঘোষ ও তার সহকর্মীরা। পাশাপাশি প্রশিক্ষণ ছাড়া সাপ ধরার প্রবণতায় যথেষ্ট চিন্তায় পড়েছে পশুপ্রেমী সংগঠনগুলি। এতে যেমন সাপের ক্ষতি হতে পারে, তেমনই কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই চিকিৎসক ও পশুপ্রেমী সংগঠনগুলির তরফে বারবার জনসাধারণকে এভাবে সাপ না ধরার বার্তা দেওয়া হচ্ছে।