রায়গঞ্জ

তৎপর রায়গঞ্জ ট্রাফিক পুলিশ, হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেলেন রোগীর পরিবার

রায়গঞ্জ ট্রাফিক পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেলেন রোগীর পরিবার।

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ ট্রাফিক পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেলেন রোগীর পরিবার। চিকিৎসার জন্য শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার পথে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় ব্যাগটি হারিয়ে ফেলেন অঞ্জিতকর মল্লিক। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১০টা নাগাদ। রাতেই ট্রাফিক পুলিশ অঞ্জিতকর মল্লিকের হাতে তাঁর ব্যগটি ফেরৎ দেন। রায়গঞ্জ ট্রাফিক পুলিশের এহেন সহযোগীতায় খুশি শিলিগুড়ির বাসিন্দা।

অঞ্জিতকর মল্লিক জানিয়েছেন, বাবার চিকিৎসার জন্য কলকাতা যাচ্ছিলাম। । শিলিগুড়ি মোড়ে পৌঁছানোর পর গাড়ি থেকে নেমেছিলাম। সেই সময়ই ব্যাগটি রাস্তায় পরে যায়। রায়গঞ্জ ছেড়ে কিছুদূর চলে যাওয়ার পর ব্যাগটি হারিয়ে গিয়েছে বুঝতে পেরে ফের শিলিগুড়ি মোড়ে ফিরে আসি। এরপরেই ট্রাফিক পুলিশের সাথে যোগাযোগ করলে ব্যাগটি ফেরৎ পাই। প্রেসক্রিপশন, টাকা, মোবাইল ফোন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি ওই ব্যাগে ছিল বলে জানিয়েছেন অঞ্জিতকর মল্লিক। হারিয়ে যাওয়া ব্যাগ ফেরৎ পেয়ে খু্শি তিনি।

রায়গঞ্জ ট্রাফিক পুলিশ আধিকারিক শিশির সরকার বলেন, ওই ব্যাগে টাকা পয়সা ছাড়াও চিকিৎসার অন্যান্য গুরুত্বপূর্ণ নথি ছিল। ব্যাগটি রাস্তায় পড়েছিল। একজন মহিলা ওই ব্যাগটি আমাদের কাছে দিয়ে যান। পরবর্তীতে ব্যাগের মালিক আমাদের সাথে যোগাযোগ করলে উপযুক্ত প্রমাণ দেখালে আমরা খুব তাড়াতাড়ি প্রসেস করে হারিয়ে যাওয়া ব্যাগ ফিরিয়ে দিয়েছি।

Related News

Back to top button