অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার,চাঞ্চল্য রায়গঞ্জ পুর বাস স্ট্যান্ডে
অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের পুর বাসস্ট্যান্ডে৷
Bengal Live রায়গঞ্জঃ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের পুর বাস স্ট্যন্ডে৷ জানা গেছে, রবিবার সন্ধ্যা থেকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় বাস স্ট্যান্ডের বিশ্রামাগারে পরে থাকতে দেখা গিয়েছে। একটি ব্যাগও উদ্ধার হয়েছে মৃতদেহের পাশ থেকে। তবে এখনও ওই ব্যক্তির পরিচয় জানা যায় নি৷
বাস স্ট্যান্ডে কর্মরত কর্মীদের দাবি, রবিবার সন্ধ্যা থেকে ওই ব্যক্তিকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হলে এদিন সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷ তবে এখনও ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায় নি। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহের পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে তদন্তকারীরা৷