মহালয়ার সকালে তর্পণের আয়োজন কুলিক ও মহানন্দায়

মহালয়ার সকালে রায়গঞ্জ ও মালদায় তর্পণের আয়োজন। অন্যবারের তুলনায় কিছুটা কম জনসমাগম রায়গঞ্জে। মালদায় মোতায়েন বিপর্যয় মোকাবিলা দল।
Bengal Live মালদা, রায়গঞ্জঃ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। মহালয়ার সকালে মহানন্দা নদীতে রীতি মেনে হল তর্পন। মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাটে মহানন্দা নদীতে হাজারো মানুষের ভীড় জমে পিতৃতর্পণ দিতে। এদিন সকাল থেকে ঘাটে দাঁড়িয়ে সমস্ত বিষয় তদারকি করেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক নীহার রঞ্জন ঘোষ। রামকৃষ্ণ মিশন ঘাট এলাকা জীবাণুমুক্ত করা হয় তর্পণ শুরু হওয়ার আগে। নদীতে বেশি জল থাকার কারণে পূণ্যার্থীদের বাড়তি সুরক্ষার জন্য ঘাটে মোতায়েন ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। পুরসভার পক্ষ থেকে নৌকার ব্যবস্থা রাখা হয়েছিল ঘাটে।
এদিকে রায়গঞ্জের কুলিক নদীর খরমুজা ঘাট ও বন্দর ঘাটেও পিতৃতর্পণ দিতে কিছু সংখ্যক মানুষকে জমা হতে দেখা যায় এদিন সকালে। তবে প্রতিবছরের মতো এবছর পিতৃতর্পণের ভীড় সেভাবে দেখা গেল না নদীর ঘাটগুলিতে। এমনিতেই করোনার কারনে পুজোর গন্ধ অনেকটাই হারিয়ে গিয়েছে। তারমধ্যে এবছর মহালয়ার একমাস পর পুজো। ফলে উৎসাহে অনেকটাই ভাঁটা পড়েছে সাধারণের মধ্যে। তবুও রায়গঞ্জের কুলিক নদীর দুই ঘাটে বেশকিছু পূন্যার্থীর সমাগম ঘটে।