রায়গঞ্জে শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়া নিয়ে তৃণমূল-বিজেপি বিতর্ক তুঙ্গে
শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়া নিয়ে বিতর্ক রায়গঞ্জে৷ কে ছিঁড়ল পোস্টার? সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার অনুরোধ পুলিশকে।
শুভেন্দু অধিকারীর পোস্টারে ছয়লাপ রায়গঞ্জ, প্রচারক গার্গী মুখার্জি
Bengal Live রায়গঞ্জঃ শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়া নিয়ে বিতর্ক রায়গঞ্জে। বিজেপির দলীয় কার্যালয়ের সামনের পোস্টারটি এদিন সকালে ছেঁড়া অবস্থায় দেখা গিয়েছে৷ পোস্টার থেকে শুভেন্দু অধিকারীর মুখ কেটে নেওয়ার ঘটনা ঘটেছে লাইনবাজার এলাকায় বিজেপির অভিযোগ, তৃণমূলের সমর্থকেরাই পোস্টার লাগিয়েছিল, ওরাই ছিঁড়ে বিতর্ক সৃষ্টি করতে চাইছে। পালটা অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসও।
বিগত কয়েকদিন আগেই রায়গঞ্জ শহরে একাধিক শুভেন্দু অধিকারীর পোস্টার দেখা যায়৷ কে বা কারা ওই পোস্টার গুলি লাগিয়েছে তা জানা না গেলেও কলকাতার বাসিন্দা গার্গী মুখার্জীর নাম পোস্টার গুলিতে প্রচারক হিসেবে দেখা যায়৷ পোস্টার নজরে আসার পর থেকেই বিতর্ক শুরু হয়েছিল রায়গঞ্জের রাজনৈতিক মহলে৷ তৃণমূলের অভিযোগ বিজেপি ওই পোস্টার গুলি লাগিয়েছে, আবার বিজেপির পালটা দাবি, তৃণমূলই ওই পোস্টার লাগিয়ে বিতর্ক করতে চাইছে। তবে এইসবের মাঝে ওই পোস্টার গুলি ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে শহরে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে৷
দলীয় পদ থেকে ইস্তফা দিয়ে বিদ্রোহ আরেক তৃণমূল নেতার
বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, বিজেপি ব্যক্তি কেন্দ্রীক রাজনীতি করে না। তাই শুভেন্দু অধিকারীর পোস্টার কে লাগিয়েছে তা তাঁরা জানেন না। পাশাপাশি রাতের অন্ধকারে পোস্টার কে বা কারা ছিঁড়েছে তাও তাঁরা জানেন না। বিশ্বজিৎ বাবুর দাবি, তৃণমূল কংগ্রেসের সমর্থকেরাই এই পোস্টার ছিঁড়ে বিতর্ক সৃষ্টি করতে চাইছে।
এর জবাবে রায়গঞ্জ পুরসভার পুরপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, আমার বিষয়টি জানা নেই৷ তাই মন্তব্য করাটাও ঠিক নয়। পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে৷ বিজেপির অভিযোগ প্রসঙ্গে সন্দীপ বিশ্বাস বলেন, আমি সরাসরি এর উলটো কথাটাই বলছি।