মাধ্যমিকের মেধা তালিকায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। ষষ্ঠ স্থান অধিকার করল রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র।
Bengal Live রায়গঞ্জঃ দীর্ঘ প্রতিক্ষার অবসানের পর প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার মধ্য শিক্ষা পর্ষদ ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে। কোভিড ১৯ অতিমারির জেরে এবার নির্ধারিত সময়ের থেকে অনেক দেরী করে ফলাফল প্রকাশ পেয়েছে। পরীক্ষা শেষের ১৩৯ দিন পর ফলাফল প্রকাশ পেল এদিন।
মধ্য শিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত মেধা তালিকা সূত্রে জানা গেছে, মাধ্যমিকে ষষ্ঠ স্থান অর্জন করেছে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সূনৃত সিংহ। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৭। ষষ্ঠ স্থান অধিকার করেছে মোট ১২ জন। মেধা তালিকায় ৮৪জন পড়ুয়া স্থান পেয়েছেন বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে।