HS RESULT: নম্বর বৃদ্ধির দাবিতে রায়গঞ্জে পথ অবরোধ পড়ুয়াদের

উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ পাওয়ার পর থেকেই রাজ্য জুড়ে উত্তাল পরিস্থিতি। বিক্ষোভ, পথ অবরোধে সামিল পড়ুয়ারা।
Bengal Live রায়গঞ্জঃ নম্বর বৃদ্ধির দাবিতে এবার পথে নামল রায়গঞ্জের কৈলাশচন্দ্র রাধারাণী বিদ্যাপীঠ(উঃমাঃ)-এর পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিকে সকলে পাশ করলেও খুব কম নম্বর মিলেছে পরীক্ষার্থীদের। সোমবার এমনই অভিযোগ তুলে নম্বর বৃদ্ধির দাবিতে স্কুলের সামনের পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। কসবা মোড় লাগোয়া শহরের অন্যতম ব্যস্ত পথ এবং জাতীয় সড়ক সংযোগস্থল দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়৷
আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, প্রত্যাশার তুলনায় অনেকটাই কম নম্বর মিলেছে। ফলে উচ্চ শিক্ষার জন্য কলেজে ভর্তির ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে তাদের। স্কুল কর্তৃপক্ষকে বারংবার জানিয়েও ফল না মেলায় অবশেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পথ অবরোধে সামিল হয়েছেন তারা।
HS Result: রায়গঞ্জে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পড়ুয়াদের
কম নম্বর পাওয়ার বিষয়টি কার্যত মেনে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত। তিনি বলেন, একাদশ শ্রেণীতে যেই ছাত্র যেমন নম্বর পেয়েছিল আমরা সেটাই পাঠিয়েছি। পড়ুয়াদের দাবি, কোনও কোনও স্কুল নম্বর বাড়িয়ে পাঠিয়েছে। এখানে আমাদের কিছু করার নেই। কাউন্সিলকে পুরো বিষয়টি আমরা জানাবো। তবে পরীক্ষায় বসলে নম্বর পড়ুয়ারা বেশি পেতো বলে আশাবাদী প্রধান শিক্ষক।