কুলিক নদী থেকে উদ্ধার ছাত্রের মৃতদেহ

বন্ধুদের সাথে স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গেল দশম শ্রেণীর স্কুল ছাত্র আজিজুল। কুলিক নদী থেকে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার হয় মঙ্গলবার।

Bengal Live রায়গঞ্জঃ কুলিক নদী থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য হেমতাবাদের বামুহা এলাকায়। মৃত ছাত্রের নাম আজিজুল সরকার ( ১৬) । মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, গত সোমবার বিকেলে দুই বন্ধুর সাথে বামুহা ঘাটের কুলিক নদীতে স্নান করতে নামে শেরপুর গ্রামের বাসিন্দা মহারাজাহাট হাইস্কুলের দশম শ্রেনীর ছাত্র আজিজুল সরকার। জানা গেছে, মাঝ নদীতে গিয়ে হারিয়ে যায় আজিজুল। অপর দুই বন্ধু চিৎকারে সাড়া দিয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারে নামলেও খোঁজ মেলেনি আজিজুলের।

খবর দেওয়া হয় জেলার বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরি বাহিনীকে। রাতভর ডুবুরিরা কুলিক নদীতে তল্লাশি চালিয়েও আজিজুলের কোনও খোঁজ মেলেনি। মঙ্গলবার ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে ভেসে ওঠে আজিজুলের মৃতদেহ।

Exit mobile version