HS Result: ছাত্র বিক্ষোভে উত্তাল রায়গঞ্জ, পরপর পথ অবরোধ শহরে
করোনা আবহে বাতিল হয়েছিল একুশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত বৃহস্পতিবার ফলপ্রকাশ করা হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দিষ্ট ফর্মুলায়। এর পর থেকেই আশানুরূপ ফলাফল না হওয়ায় জেলায় জেলায় দেখা দিয়েছে ছাত্রবিক্ষোভ।
Bengal Live রায়গঞ্জঃ ব্যস্ত সময়ে রায়গঞ্জে পরপর দুই জায়গায় অবরোধ, নম্বর বৃদ্ধির দাবিতে পড়ুয়া বিক্ষোভ চরমে উঠল শহরে৷ মঙ্গলবার রায়গঞ্জের বিবেকানন্দ মোড়ে নম্বর বৃদ্ধির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন রায়গঞ্জ গার্লস হাইস্কুলের ছাত্রীরা। ব্যস্ত সময়ে শহরের অন্যতম জনবহুল রাস্তা অবরুদ্ধ হয়ে থাকার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। তবে নিজেদের দাবিতে অনড় ছাত্রীরা। একই সময়ে শহরের অপর প্রান্ত দেবীনগর কালীবাড়ি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গয়লাল রামহরি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা৷ অকৃতকার্যদের পাশ ও নম্বর বৃদ্ধির দাবিতে কালীবাড়ির চৌরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পাওয়ার পর থেকেই রাজ্য জুরে বিক্ষোভ শুরু হয়েছে পড়ুয়াদের। পথ অবরোধ, বিক্ষোভের পাশাপাশি বেশ কয়েকটি স্কুলে ভাঙচুর করারও অভিযোগ উঠেছে পড়ুয়াদের বিরুদ্ধে। খবর পৌঁছেছে নবান্নেও। আর তারপরেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে এই ক্ষোভ বিক্ষোভের কারণ জানতে চায় শিক্ষা দপ্তর। কেন এতো ক্ষোভ পড়ুয়াদের মধ্যে প্রশ্ন তোলা হয় নবান্নের পক্ষ থেকে। এরপরেই পড়ুয়াদের ক্ষোভ প্রশমিত করতে নির্দেশিকা জারি করা হয়েছে সংসদের তরফ থেকে।
চা থেকে মিষ্টি , যে কোনো ধরনের খাবার বিক্রেতাকেই তৈরি করতে হবে লাইসেন্স!
এই নির্দেশিকায় বলা হয়েছে, অসন্তুষ্ট পড়ুয়াদের অভিযোগ শুনতে হবে স্কুলগুলিকে। এই মর্মে সব স্কুলের প্রধানদের কাছে পাঠানো হয়েছে চিঠি। পাশাপাশি ২৯ জুলাই সব স্কুলের প্রধানদের শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতেও বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে পড়ুয়াদের অসন্তোষ মেটাতে ‘উপযুক্ত ব্যবস্থা’ নেওয়া হয়েছে। সমস্ত অকৃতকার্য পরীক্ষার্থীদের নিজ স্কুলের প্রধানদের সঙ্গে ৩০ জুলাই যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।