রায়গঞ্জ

গুজব ছড়ালে কড়া ব্যবস্থা, সাফ জানালেন উত্তর দিনাজপুরের জেলা শাসক

উত্তর দিনাজপুরে এখনও কোভিড-১৯ পজিটিভ কোনও কেস নেই। জানালেন জেলা শাসক। করোনা নিয়ে কোনও গুজব বা ভুয়ো খবর ছড়ানো হলে কড়া আইনি পদক্ষেপ।

Bengal Live রায়গঞ্জঃ নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় এখনও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে। করোনায় আক্রান্ত হওয়ার কোনও খবর এখনও নেই। শুক্রবার সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। পাশাপাশি জেলার সাংবাদিক সহ সাধারণ মানুষকে সতর্ক করে জেলা শাসক জানান, করোনা নিয়ে গুজব, ভুল খবর সোশ্যাল মিডিয়ায় অথবা অন্য কোনও মাধ্যমে ছড়ালে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলা শাসক জানান, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ইসলামপুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত ৮ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়াও জেলার কোয়ারান্টাইন সেন্টারগুলিতে মোট ৪৪৫ জন রয়েছেন বলে জানিয়েছেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। তিনি বলেন, কোয়ারান্টাইন ও আইসোলেশনে থাকা ব্যক্তিদের মধ্যে কারোর এখনও নোভেল করোনার কোনও উপসর্গ দেখা যায়নি। সাধারণ জ্বর, সর্দিকাশি রয়েছে চিকিৎসাধীনদের। এমন আরও কয়েকজন চিকিৎসাধীন ছিলেন তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আইসোলেশন, সরকারি কোয়ারান্টাইন সেন্টারের পাশাপাশি জেলায় হোম কোয়ারান্টাইনে রয়েছেন ২০ হাজারেরও বেশি মানুষ।

দুইজন রোগীর লালারস করোনা টেস্টের জন্য পাঠানো হয়েছে বলে যে খবর ছড়িয়েছে জেলাজুড়ে তার তীব্র প্রতিবাদ করেন জেলা শাসক। এই বিষয়ে জেলা শাসক পরিষ্কার জানান, একটি সংবাদপত্রে এমন খবর প্রকাশিত হয়েছে। কিন্তু এই তথ্য তাঁরা কোথা থেকে পেয়েছেন আমার জানা নেই। এমন কোনও ঘটনা ঘটেনি। জেলা শাসক আরও বলেন, সুপ্রিম কোর্ট থেকে একটি অর্ডার জারি করা হয়েছে, করোনা নিয়ে কোনও রকম ভুয়ো খবর, প্যানিক সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনও সংবাদ মাধ্যমে প্রচারিত হলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related News

Back to top button