কালিয়াগঞ্জের ঘোষ বাড়ির পূজার সাথে জড়িয়ে আছে দেশ ভাগের ইতিহাস

কালিয়াগঞ্জের ঘোষ বাড়ির পূজার সাথে জড়িয়ে আছে দেশ ভাগের ইতিহাস
Bengal Live রায়গঞ্জঃ কালিয়াগঞ্জের ঘোষ বাড়ির সাথে জড়িয়ে রয়েছে দেশ ভাগের ইতিহাস। ৭২ বছর আগে দেশ ভাগের সময় ভারত ভুক্তির কামনায় প্রথমবার এই পূজার আয়োজন করা হয়েছিল। সেই থেকে বংশ পরম্পরায় চলে আসছে এই পূজা। নামে ঘোষ বাড়ির পূজা হলেও আসলে এই পূজা বারোয়ারি। এলাকার সকল মানুষেরা সক্রিয়ভাবে এই পূজার সাথে জড়িত।
জানা গেছে, পরাধীন ভারতবর্ষ যখন মুক্তির আলো দেখতে পেল, তখন কালিয়াগঞ্জ, তরঙ্গপুর, রাধিকাপুর সহ আশপাশের অঞ্চলের সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকতেন তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্তির আশঙ্কায়। সেই সময় সতীশ চন্দ্র ঘোষ ও সাধারণ বাসিন্দারা ভারতভুক্তির কামনা নিয়ে দুর্গা পূজার আয়োজন করেন। প্রথম থেকে এই পূজা বারোয়ারি রূপ নিলেও এখনও ঘোষ বাড়ির পূজা নামেই পরিচিত।
ঘোষ বাড়ির বর্তমান কর্তা অসীম ঘোষ বলেন, স্বাধীনতার বছরে তাঁদের বাড়ির পূজার প্রচলন শুরু করেছিলেন সতীশ চন্দ্র ঘোষ। দেশ ভাগের মর্মান্তিক অভিজ্ঞতার সাক্ষী বহন করে আসছে এই পূজা। এলাকার সাধারণ মানুষ এই পূজাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন অসীম বাবু। অতীতে এই অঞ্চলের জঙ্গল সাফ করে পূজার স্থান নির্দিষ্ট করা হয়েছিল। পরবর্তীকালে ওই স্থানে একটি মন্দির তৈরি করা হয় বলে জানান তিনি।