দুই বিধায়কের পর এবার অন্যান্য কলেজের স্টেট এইডেড কলেজ টিচাররাও নিজেদের অবস্থান পরিষ্কার করলেন। ধর্ণা মঞ্চে যোগ দিলেন ইটাহার কলেজের দশ অধ্যাপক।
Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকদের আন্দোলনের পাশে দাঁড়ালো ইটাহারের ডঃ মেঘনাদ সাহা কলেজের স্টেট এইডেড কলেজ টিচারের আওতায় থাকা অধ্যাপকরা। মঙ্গলবার মেঘনাদ সাহা কলেজের দশজন অধ্যাপক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে চলতে থাকা ধর্ণা মঞ্চে যোগ দেন। অতিথি অধ্যাপকদের আন্দোলন ন্যায়সঙ্গত। আন্দোলনের পাশে মানসিক ও শারীরিক ভাবে থাকার বার্তা দেন মেঘনাদ সাহা কলেজের স্টেট এইডেড কলেজ টিচাররা৷
কর্তৃপক্ষের ভুলের জন্যই অতিথি অধ্যাপকদের সমস্যায় পড়তে হয়েছে – অমল
প্রবল শীতকে উপেক্ষা করেই গত নয় দিন থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ধর্ণা অবস্থানে যোগ দিয়েছেন ২৪ জন অতিথি অধ্যাপক। SACT অর্থাৎ স্টেট এইডেড কলেজ টিচারের স্বীকৃতির দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা। গত সোমবার আন্দোলনকারীদের সাথে দেখা করতে আসেন শাসক দলের বিধায়ক অমল আচার্য। দেখা করেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। দুই বিধায়কই আন্দোলনকারীদের দাবি ন্যায়সঙ্গত বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, রাজ্যপালকেও চিঠি লিখবেন বলে জানিয়েছেন মোহিত সেনগুপ্ত। এদিকে ইটাহারের বিধায়ক অমল আচার্য পুরো সমস্যার জন্য দায়ি করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই। ভুল রিপোর্ট পাঠানোর জন্যই এই সমস্যা সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিন ইটাহারের মেঘনাদ সাহা কলেজের স্টেট এইডেড কলেজ টিচাররা দেখা করতে আসেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত অতিথি অধ্যাপকদের সাথে। মহম্মদ কামাল হোসেন বলেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আসার উদ্দেশ্য আন্দোলনকারী সহকর্মীদের সাথে দেখা করা। তাঁদের এখনও SACT এর আওতাভুক্ত করা হয়নি। তাই ওঁদের আন্দোলনের পাশে দাঁড়াতে আজ আমরা এসেছি। যতদিন স্টেট এইডেড কলেজ টিচারের আওতায় আন্দোলনকারীদের না আনা হচ্ছে আমরা মানসিক ও শারীরিক ভাবে তাঁদের পাশে থাকবো।
আন্দোলনকারীদের মধ্যে অন্যতম বিশ্বজিৎ দে বলেন, সোমবার রায়গঞ্জ ও ইটাহারের দুই বিধায়ক আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আজ মেঘনাদ সাহা কলেজের স্টেট এইডেড কলেজ টিচাররা এসেছেন। বিভিন্ন কলেজের সহকর্মীরাও যোগাযোগ করছেন। নবম দিনের আন্দোলন চলছে। আমরা মানসিক ভাবে শক্তিশালী হচ্ছি৷ আমাদের আন্দোলন যে ন্যায়সঙ্গত তা প্রত্যেকেই স্বীকার করে নিয়েছেন।