পূজার চারদিন কড়া নজরদারি রায়গঞ্জে,বসছে ২০০ সিসি ক্যামেরা
পূজার চারদিন কড়া নজরদারি রায়গঞ্জে,বসছে ২০০ সিসি ক্যামেরা
Bengal Live রায়গঞ্জঃ বাসিন্দাদের নিরাপত্তায় উৎসবের দিনে নজরদারি চালানোর জন্য রায়গঞ্জে ২০০ সিসি ক্যামেরা বসাচ্ছে জেলা পুলিশ ও প্রশাসন। এছাড়াও পূজার চারদিন শহরে নজরদারি চালাবে সাদা পোশাকের পুলিশ৷
সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থেকে দুই জেএমবি জঙ্গী ধরা পড়েছে। জানা গেছে, এই এলাকায় জেএমবি মডিউল বিস্তার করাই ছিল ধৃত জঙ্গীদের মূল উদ্দেশ্যে৷ এছাড়াও বাসিন্দাদের পক্ষ থেকে প্রায়শই চুরি ও ছিনতাইয়ের অভিযোগ উঠছে।
ফলে উৎসবের দিনে যেন সাধারণ বাসিন্দাদের কোনওরকম নিরাপত্তা জনিত সমস্যায় পড়তে না হয় সেই কারণেই শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চাইছে পুলিশ৷
এদিকে আগামী শনিবার দিন পূজার গাইড ম্যাপ উদ্বোধন করতে চলেছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ। সেই ট্রাফিক গাইড ম্যাপেই বোঝা যাবে কোন কোন পথে বন্ধ থাকবে যানচলাচল।