কুয়াশাচ্ছন্ন আকাশ, সূর্যগ্রহণ না দেখেই ফিরতে হলো উৎসাহীদের

সকাল থেকেই কুয়াশায় আচ্ছন্ন রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর। ফলে বলয়গ্রাস সূর্যগ্রহণ না দেখেই বিষন্নচিত্তে ফিরতে হলো উৎসাহীদের। ইসলামপুর, সূর্যাপুর, গোয়ালপোখর ও চোপড়ার কিছু এলাকা থেকে স্বল্প সময়ের জন্য সূর্যগ্রহণ দেখা গিয়েছে।
Bengal Live রায়গঞ্জঃ সকাল থেকেই কুয়াশায় আচ্ছন্ন রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর। ফলে বলয়গ্রাস সূর্যগ্রহণ না দেখেই বিষন্নচিত্তে ফিরতে হলো উৎসাহীদের। পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের পক্ষ থেকে এদিন জেলা জুড়ে ৫০টি ক্যাম্পের আয়োজন করা হয়। কিন্তু মাত্র ১২টি ক্যাম্প থেকেই স্বল্প সময়ের জন্য বিরল এই প্রাকৃতিক দৃশ্য দেখা গিয়েছে বলে খবর।
প্রায় একদশক পর ফের বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ভারত থেকে৷ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাওয়ার কথা ছিল। তবে ভারতের অন্যান্য প্রান্ত থেকে এই দৃশ্য দেখা গেলেও কুয়াশা ও মেঘলা আকাশের দরুন এই দৃশ্য দেখার থেকে বঞ্চিত থাকতে হলো জেলাবাসীকে।
পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটি সূত্রে জানা গেছে, এদিন উত্তর দিনাজপুর জেলায় প্রায় ৫০টি ক্যাম্প তৈরি করা হয়েছিল৷ ছাত্র-ছাত্রী, সাধারণ নাগরিকদের এই বিরল প্রাকৃতিক দৃশ্য দেখাতে রাজ্যকমিটির মাধ্যমে পুণে থেকে ফিল্টার চশমা এনেছিল বিজ্ঞানমঞ্চ।
পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক অসিত ঘোষ মজুমদার জানিয়েছেন, এখন যাঁরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশুনা করছে তাঁদের মধ্যে অধিকাংশেরই এই বিরল দৃশ্য দেখার অভিজ্ঞতা নেই৷ তাই এই প্রাকৃতিক দৃশ্য পড়ুয়াদের ও সাধারণ নাগরিকদের দেখানোর ব্যবস্থা করা হয়৷ পাশাপাশি এই ঘটনার পেছনে বৈজ্ঞানিক কারণও তাঁদের জানানোর আয়োজন করা হয়। তবে আবহাওয়া খারাপ থাকায় জেলার মধ্যে ইসলামপুর, সূর্যাপুর, গোয়ালপোখর ও চোপড়ার কিছু এলাকা থেকে স্বল্প সময়ের জন্য সূর্যগ্রহণ দেখা গিয়েছে।
২০১০ সালের ১৫ জানুয়ারিতে দীর্ঘতম বলয়গ্রাস সূর্যগ্রহণের পথ ভারতের একেবারে দক্ষিণপ্রান্তের উপর দিয়ে যাওয়ার কারণে গ্রহণ স্পষ্টভাবে দেখা গিয়েছিল।আগামী বৃহস্পতিবারের পর ২০২০ সালের ২১ জুন ভারতবর্ষ থেকে আবার বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাওয়ার সুযোগ রয়েছে।