রায়গঞ্জ

এবার রায়গঞ্জে অত্যাবশ্যকীয় দোকানে তিন ফুটের দূরত্ব মানতে বাধ্য নাগরিকরা

শহরজুড়ে সোশ্যাল ডিস্ট্যান্স মার্কিং করল রায়গঞ্জ পুরসভা ও রায়গঞ্জ জেলা পুলিশ৷

Bengal Live রায়গঞ্জঃ শহরের সব ওষুধের দোকানগুলিতে সোশ্যাল ডিস্ট্যান্স মার্কিং করল রায়গঞ্জ পুরসভা ও রায়গঞ্জ জেলা পুলিশ৷ বুধবার পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার সহ পুর কর্মীরা শহরের সব ওষুধের দোকানগুলিতে ঘুরে এই মার্কিং করেন।

রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস বলেন, অত্যাবশকীয় পণ্যদ্রব্যের দোকানে মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে গত কয়েকদিন থেকে৷ করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সাধারণ মানুষ যাতে নিজেদের মধ্যে সঠিক দুরত্ব বজায় রাখতে পারে, সেই কারণেই এদিন ওষুধের দোকানগুলিতে সোশ্যাল ডিস্ট্যান্স মার্কিং করা হয়েছে। আমরা চাই সকলে সুস্থ থাকুন। সাবধানে থাকুন।

রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, তিন ফুট দূরত্ব বজায় রেখে অত্যাবশকীয় দোকানগুলিতে মার্কিং করা হয়েছে। মানুষ যেন দোকানে ভিড় না করেন মূলত সেই কারণেই সোশ্যাল ডিস্ট্যান্স মার্কিং করা হয়েছে।

Related News

Back to top button