আগ্নেয়াস্ত্র দেখিয়ে যুবকের টাকা ছিনতাই, অভিযোগ রায়গঞ্জে

পূজার মাত্র কয়েকদিন আগে দুষ্কৃতী দৌরাত্ম্য রায়গঞ্জে৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে যুবকের টাকা ছিনতাইয়ের অভিযোগ। তদন্তে পুলিশ।

 

Bengal Live রায়গঞ্জঃ কাজ সেরে বাড়ি ফেরার পথে সশস্ত্র দুষ্কৃতীদের খপ্পরে রায়গঞ্জের সোহারই এলাকার যুবক। খোয়া গেল নগদ টাকা সহ মোবাইল ফোন ও অলঙ্কার। সোমবার রাতে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জের কুলিক ব্রীজ সংলগ্ন এলাকায়। ক্ষতিগ্রস্ত যুবকের অভিযোগ, দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই করে পালিয়ে গিয়েছে। নম্বর ছাড়া একটি মোটর বাইক নিয়ে এসেছিল দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে রায়গঞ্জ থানার পুলিশ। খবর জানাজানি হতেই আতঙ্ক সাধারণের মধ্যে।

ক্ষতিগ্রস্ত যুবক সমীর মন্ডল জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিন কাজ সেরে সোহারই মোড়ের বাড়িতে ফিরছিলেন তিনি। ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত কুলিক ব্রিজে পৌঁছলে আচমকা একটি মোটক বাইকে করে দুই দুষ্কৃতী এসে তাঁর পথ আগলে দাঁড়ায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর কাছে থাকা ৩ হাজার টাকা ও মোবাইল ফোন আর গলায় থাকা অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী ।

এই খবর জানাজানি হতেই আশপাশ থেকে ছুটে আসে বহু মানুষ। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সমীর মন্ডলের দাবি, নম্বর বিহিন একটি মোটর বাইকে চেপে দুই দুষ্কৃতী এসেছিল।

Exit mobile version