ছয় দুষ্কৃতী গ্রেপ্তার রায়গঞ্জে, উদ্ধার একাধিক এটিএম কার্ড,ধারালো অস্ত্র
বিপুল পরিমাণ এটিএম কার্ড, ধারালো অস্ত্র সহ ছয় দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ।
Bengal Live রায়গঞ্জঃ বিপুল পরিমাণ এটিএম কার্ড, ধারালো অস্ত্র সহ ছয় দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকা থেকে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুষ্কৃতীদের রায়গঞ্জ আদালতে তোলা হয়। পুলিশের প্রাথমিক অনুমান ছিনতাই ও এটিএম প্রতারনার সাথে যুক্ত এই দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশি টহলদারির সময় সুভাষগঞ্জ ব্রীজ এলাকায় ছোট চারচাক গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপরেই গাড়িতে উপস্থিত ছয় সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
কথায় অসঙ্গতি পেয়ে থানায় আটক করে নিয়ে আসলে ২৩ টি এটিএম কার্ড, বেশ কিছু ধারালো অস্ত্র, মোবাইল ফোন উদ্ধার হয় ছয় দুষ্কৃতীর থেকে। ধৃতদের একটি ছোট গাড়ি ও একটি মোটর বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা প্রত্যেকেই রায়গঞ্জ থানা এলাকার বাসিন্দা। আদালত এদিন ধৃতদের ৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।