টহল দিচ্ছে আধা সামরিক বাহিনী, নিরাপত্তায় জোড় কালিয়াগঞ্জ উপনির্বাচনে
কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে শুরু হয়েছে আধা সামরিক বাহিনীর টহলদারি। চলছে পুলিশি নাকা চেকিং।
Bengal Live রায়গঞ্জঃ কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচন নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের ভিভিপ্যাট ও ইভিএম নিয়ে প্রশিক্ষণ দিল জেলা নির্বাচন কমিশন। বুধবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক কার্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে ভিভিপ্যাট প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ বিধানসভার সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, ডেপুটি ম্যাজিস্ট্রেট শুভেন্দু রায়।
কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সিসিটিভি, ওয়েব ক্যামেরা, সহ পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক অরবিন্দ কুমার মীনা। কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার বেশকিছু অংশ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমারেখা থাকায় বিএসএফ কর্তাদের সাথে সমন্বয় রেখে আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সন্ত্রাস রুখতে পুলিশের নাকা চেকিং ও আধাসামরিক বাহিনীর টহল শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক।