আইন শৃঙ্খলা রক্ষার্থে কালিয়াগঞ্জের চারটি ওয়ার্ডে ১৪৪ ধারা জারি করল পুলিশ।
Bengal Live কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ পুরসভার চারটি ওয়ার্ডে ১৪৪ ধারা লাগু করল পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষার জন্য ৪ নম্বর ওয়ার্ড, ৫ নম্বর ওয়ার্ড, ৬ ও ১১ নম্বর ওয়ার্ডে ১৪৪ ধারা জারি করার কথা ঘোষণা কালিয়াগঞ্জ পুলিশের৷ বুধবার এই বিষয়ে মাইকিং করে পুলিশ। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এই চার ওয়ার্ডে ১৪৪ ধারা লাগু থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই সময়কালে জমায়েত, মাইক, লাউড স্পিকার বাজানোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
মঙ্গলবার আদিবাসী, তফশিলি ও রাজবংশী সমন্বয় কমিটির মিছিলকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় কালিয়াগঞ্জে। থানায় কোয়ার্টারে আগুন, পুলিশকে লক্ষ্য করে ইট,পাথর ছোঁড়া, পুলিশ কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে৷ পরিস্থিতি সামাল দিতে পালটা কাঁদানেগ্যাসের সেল ফাটায় পুলিশ৷ লাঠিচার্জ ও জলকামানের ব্যবহারও করে পুলিশ। পুরো ঘটনায় কালিয়াগঞ্জ শহর কয়েক ঘন্টার জন্য যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়৷ বেশ কয়েকজন পুলিশ কর্মী ঘটনায় আহত হয়েছেন। এদিকে অশান্তি ছড়ানোর অভিযোগে প্রায় ৩০ জনকে পুলিশ আটক করেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে আইজি উত্তরবঙ্গ অজয় কুমার রাতেই ছুটে আসেন কালিয়াগঞ্জে। পূর্বপরিকল্পনা মাফিকই ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি৷ পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে, এবং পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানান তিনি৷
এদিকে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় পুরো ঘটনার দায় চাপিয়েছেন বিজেপির ঘারেই। যদিও বিজেপির উত্তর দিনাজপুর জেলা নেতৃত্বের দাবি, কালিয়াগঞ্জের ঘটনার সাথে তাদের কোনও যোগ নেই।
দ্বাদশ শ্রেণীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বিগত কয়েকদিন থেকেই উত্তপ্ত পরিস্থিতি কালিয়াগঞ্জ ও রায়গঞ্জে। বিভিন্ন থানায়, এসপি অফিসে দফায় দফায় ঘেরাও কর্মসূচি নিয়েছে বিজেপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। মঙ্গলবারও
রাজবংশী তফশিলি ও আদিবাসী সমন্বয় কমিটির পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি ছিল। মিছিল থানার সামনে পৌঁছতেই পুলিশি বাধার মুখে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।