খেলার ছলে কালিয়াগঞ্জে নবম শ্রেণীর ছাত্রের হাতের ছোঁয়ায় রূপময়ী দুর্গা

খেলার ছলে কালিয়াগঞ্জে নবম শ্রেণীর ছাত্রের হাতের ছোঁয়ায় রূপময়ী দুর্গা
Bengal Live কালিয়াগঞ্জঃ খেলার ছলে নবম শ্রেণীর ছাত্রের হাতের ছোঁয়ায় রূপ পেল দশভূজা। বংশে নেই কোনও মৃৎশিল্পী, নেই প্রতিমা তৈরির কোনও তালিমও। শুধু প্রতিমা তৈরির প্রবল ইচ্ছে ও আগ্রহের জেরে কালিয়াগঞ্জের সরলা সুন্দরী স্কুলের নবম শ্রেণীর ছাত্র দীপঙ্কর পাল তৈরি করে ফেলেছে দুর্গা প্রতিমা।
দীপঙ্কর কালিয়াগঞ্জ শহরের পালপাড়া এলাকার বস্তি এলাকার বাসিন্দা। বাবা জীবন পাল চটের বস্তা বিক্রি করে সংসার চালান। প্রথমে দীপঙ্করের প্রতিমা তৈরির বিষয়ে তেমন আগ্রহ তাঁর বাবা ও মা প্রকাশ না করলেও শেষে ছেলের তীব্র ইচ্ছা শক্তির সামনে হার মানতে হয় তাঁদেরও। তবে সংসারের আর্থিক অনটন থাকায় প্রতিবেশী সকলের সাহায্য নিয়েই দীপঙ্করের তৈরি প্রতিমা পূজিত হবেন এলাকায়।
জানা গেছে, খেলার ছলে বিগত বছর এক ফুটের একটি দুর্গা প্রতিমা তৈরি করেছিল দীপঙ্কর৷ এরপর সকলের উদ্যোগে সেই প্রতিমাই পূজিত হয় ওই পাড়ায়। তবে পড়াশুনার পাশাপাশি এই বছর বড় আকারের প্রতিমা তৈরি করে ফেলেছে দীপঙ্কর। সঙ্গে রয়েছে লক্ষ্মী,সরস্বতী, কার্তিক ও গনেশ। দীপঙ্করের স্বপ্ন একদিন কলকাতার কোনও বড় মন্ডপে তাঁর তৈরি প্রতিমা পূজিত হবে।