রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য সঞ্চারি মুখোপাধ্যায়
পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্চারি মুখোপাধ্যায়কে।
Bengal Live রায়গঞ্জঃ মঙ্গলবার দিনই মেয়াদ শেষ হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তন উপাচার্য অনিল ভুঁইমালীর৷ আর তারপরেই বুধবার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারি মুখোপাধ্যায়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপিকা সঞ্চারি মুখোপাধ্যায় বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আপাতত দক্ষিণ দিনাজপুর ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব সামলাবেন তিনি বলে জানা গেছে।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করার পর থেকেই উপাচার্যের দায়িত্ব সামলেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক অনীল ভুঁইমালী৷ মঙ্গলবার তাঁর মেয়াদ শেষ হয়৷ এদিন ফের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তিনি কাজে যোগ দেন। জানা গেছে, আপাতত অস্থায়ী উপাচার্য হিসেবে সপ্তাহে তিনদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কাজ সামলাবেন সঞ্চারি মুখোপাধ্যায়।