তিন ডাকাত গ্রেপ্তার রায়গঞ্জে

অভিযোগ পাওয়ার পরেই জোর তল্লাশি শুরু করে পুলিশ৷ ঘটনার তিন দিনের মধ্যেই গ্রেপ্তার তিন ডাকাত। সাফল্য রায়গঞ্জ থানার।

Bengal Live রায়গঞ্জঃ ডাকাতির ঘটনার তিনদিনের মাথায় দুষ্কৃতীদের গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে তিনজনকে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট রাতে রায়গঞ্জ থানার ঘুঘুডাঙা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর গাড়ি থামিয়ে ডাকাতি করে একদল দুষ্কৃতী। অভিযোগ পাওয়ার পরেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ৷

সোমবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। ওই ডাকাতির ঘটনার সাথে যুক্ত তিনজনকে গ্রেপ্তার করে৷ ধৃতদের নাম কিরণকুমার দেবভুতি, মহাদেব টুডু ও সুবোধ বর্মণ। ধৃতদের হেফাজত থেকে নগদ পাঁচ হাজার টাকা, দুটো মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

Exit mobile version