রায়গঞ্জে বিজেপির পথ অবরোধ

চোপড়ায় বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ। পালটা অভিযোগ তৃণমূলের৷ পথ অবরোধের ডাক জেলা জুড়ে।

Bengal Live রায়গঞ্জঃ চোপড়ায় উত্তরকন্যা অভিযানের সমর্থনে মিছিল করার সময় বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ। তৃণমূল কংগ্রেস সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রায়গঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। হামলার অভিযোগ অস্বীকার করে পালটা বিজেপি কর্মীদের বিরুদ্ধে মারধর অভিযোগ করেছে তৃণমূল। এদিন রায়গঞ্জে পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়।

পথ দুর্ঘটনায় মৃত রায়গঞ্জের তৃণমূল নেতা, শোকার্ত কর্মীরা

জানা গেছে, বিজেপি যুব মোর্চার ডাকে উত্তরকন্যা অভিযানের সমর্থনে এদিন চোপড়ায় মিছিল করে বিজেপি। জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর অভিযোগ, সেই মিছিল চলাকালীন এলাকার স্থানীয় তৃণমূল কংগ্রেস সমর্থকেরা বিজেপি নেতা কর্মীদের উপর হামলা চালায়। ঘটনার জেরে বেশ কয়েকজন বিজেপি কর্মী ও চোপড়া বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক আহত হন। গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। তৃণমূল আতঙ্কিত হয়ে গুন্ডারাজ কায়েম করছে। এই ঘটনার প্রতিবাদে ও চরম হুঁশিয়ারি দিতেই এদিন আমরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাই।

ব্যাঙ্কের সিএসপি কর্মীকে অপহরণ রায়গঞ্জে, অভিযোগ ঘিরে চাঞ্চল্য

এদিকে অভিযোগ অস্বীকার করে তৃণমূল। পালটা বিজেপির কর্মীদের উপরই হামলা চালানোর অভিযোগ করেছে চোপড়া তৃণমূল ব্লক কমিটির কোষাধ্যক্ষ মহম্মদ হানিফ। তাঁর অভিযোগ, দুয়ারে সরকারের সমর্থনে মিছিল করার সময় বিজেপি কর্মীরা আমাদের উপর হামলা চালায়। বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

Exit mobile version