রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম অধিকারীকে দলে না ফেরানোর দাবিতে পথে নামল ওই ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকেরা।
Bengal Live রায়গঞ্জঃ বহিস্কৃত তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে দলে ফিরিয়ে না নেওয়ার দাবিতে রায়গঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। শনিবার সকালে রায়গঞ্জের দেবীনগর পোস্ট অফিস মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কাউন্সিলর অসীম অধিকারীকে পুনরায় দলে যেন না ফিরিয়ে নেওয়া হয়, মূলত সেই দাবিতেই এদিন বিক্ষোভ দেখান বাসিন্দারা৷ আন্দোলনকারীদের দাবি, দুঃসময়ে বিধানসভা নির্বাচনে দলের সাথে যারা ছিল না, তাদের যেন আর ফিরিয়ে নেওয়া না হয়, দলীয় নেতৃত্বের কাছে সেই দাবি পৌঁছে দিতেই পথ অবরোধ করা হয়েছে।
রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে বসলো মনোকুলার, পাখিদের কাছ থেকে দেখার সুযোগ পর্যটকদের
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম অধিকারীর সাথে বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই দূরত্ব বাড়তে শুরু করে তৃণমূল কংগ্রেসের। এরপর বিধানসভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর হাত থেকে পতাকা নিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন অসীম অধিকারী। এদিকে বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর ফের একবার তৃণমূল কংগ্রেসে ফেরার চেষ্টা করতে শুরু করেছেন অসীম অধিকারী বলে ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও তৃণমূল সমর্থকদের অভিযোগ। এই নিয়ে বিগত কয়েকদিন আগে বেশ কিছু পোস্টার দেখা গিয়েছিল ওই ওয়ার্ডে। “রায়গঞ্জ বিধানসভা আসনে হারের কান্ডারী বহিস্কৃত কাউন্সিলর দাদার অনুগামীদের দলে নেওয়া চলছে না, চলবে না” লেখা পোস্টার দেখা যায় ২৫ নম্বর ওয়ার্ডে। যদিও সেই পোস্টার কে বা কারা লাগিয়েছিল তা এখনও জানা না গেলেও এদিন কাউন্সিলরকে দলে ফিরিয়ে না নেওয়ার দাবিতে সরাসরি আন্দোলনে নামল ওই ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকেরা।
আন্দোলনকারীরা এদিন বলেন, অসীম অধিকারীকে তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে নেওয়া হতে পারে, এবং তার জন্য একটি বৈঠকও ডাকা হয়েছে, এমন একটি খবর আমরা পেয়েছি। ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থক ও বাসিন্দাদের কারোরই এই বিষয়টি ভালো লাগেনি। আমরা অত্যন্ত ব্যথিত এই বিষয়ে। তাই আমরা দলের কাছে বার্তা দিতেই এদিন পথ অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছি। দলে যেন কাউন্সিলরকে কোনও ভাবেই ফিরিয়ে নেওয়া না হয় বলেও এদিন দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
চরম দারিদ্র ও অসুস্থতার সাথে লড়াই রায়গঞ্জের প্রৌঢ়ার, মেলেনি আদিবাসী উন্নয়ন প্রকল্পের সাহায্য
এদিকে এই বিষয়ে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম অধিকারীর পালটা দাবি, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনে এদিনের আন্দোলনকারীদের মধ্যে অনেকেই বিজেপি, কংগ্রেসের হয়ে কাজ করেছিলেন। আমি মানুষের জন্য কাজ করে চলেছি।
এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি করা তৃণমূল কংগ্রেসের কাজ নয়৷ যেই সমস্ত কর্মীরা এই কাজ করেছেন তাঁদের বলবো নেতৃত্বের সাথে যোগাযোগ রেখে কাজ করতে। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সাথে যোগাযোগ রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন সন্দীপ বিশ্বাস।