পথ দুর্ঘটনায় মৃত এক রায়গঞ্জে

পথ দুর্ঘটনায় মৃত এক রায়গঞ্জে

Bengal Live রায়গঞ্জঃ স্কুটির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার মহারাজা গ্রাম এলাকায় রাজ্য সড়কে। মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ সরকার। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি ঘাতক স্কুটি চালকের খোঁজ শুরু করেছে।

জানা গেছে, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ রায়গঞ্জ থানার মহারাজা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী প্রসেনজিৎ সরকার। রায়গঞ্জ-বিন্দোল রাজ্য সড়কে আচমকা একটি স্কুটি এসে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম প্রসেনজিৎ বাবুর চিৎকার শুনে আশপাশের মানুষজন বেড়িয়ে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে মহারাজা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসক মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। মালদা নিয়ে যাওয়ার পথে মৃত্য হয় তাঁর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে রাখা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

Exit mobile version