করোনাঃ পাড়ায় অনুপ্রবেশ রুখতে ব্যারিকেড দিলেন রায়গঞ্জের বাসিন্দারা
বহিরাগতদের প্রবেশ রুখতে পাড়ায় ঢোকার প্রধান রাস্তায় বাঁশের ব্যারিকেড দিল বাসিন্দারা। রায়গঞ্জে দুইজন সহ জেলায় তিন করোনা রোগীর খোঁজ মিলতেই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ রায়গঞ্জের স্বামী বিবেকানন্দ পল্লীর বাসিন্দাদের।
Bengal Live রায়গঞ্জঃ বহিরাগতদের প্রবেশ রুখতে পাড়ায় ঢোকার প্রধান রাস্তায় বাঁশের ব্যারিকেড দিল বাসিন্দারা। রায়গঞ্জে দুইজন সহ জেলায় তিন করোনা রোগীর খোঁজ মিলতেই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ রায়গঞ্জের স্বামী বিবেকানন্দ পল্লীর বাসিন্দাদের। এলাকার বাসিন্দা জয়শঙ্কর চক্রবর্তী বলেন, এতদিন গ্রিন জোনে ছিল রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর। কিন্তু শনিবার দুই করোনা রোগীর খোঁজ মিলেছে শহর লাগোয়া দুই গ্রামে। তাই আমরা আতঙ্কিত। পাড়ায় বহিরাগতদের প্রবেশ রুখতে ছেলেরা তাই এই সিদ্ধান্ত নিয়েছে।
উত্তরবঙ্গের অন্যান্য জেলায় করোনা ভাইরাস থাবা বসালেও গ্রিন জোনে ছিল উত্তর দিনাজপুর। তবে তপসিয়া থেকে আগত তিন শ্রমিকের শরীরে করোনা ভাইরাস মিলতেই গ্রিন থেকে অরেঞ্জ অথবা রেড জোনের দিকে পা বাড়িয়েছে উত্তর দিনাজপুর। যদিও তিনজন করোনা আক্রান্তের হদিস মেলার পর রায়গঞ্জ বা উত্তর দিনাজপুর ঠিক কোন জোনে পড়ছে তা প্রশাসনের তরফে এখনও স্পষ্ট ভাবে ঘোষণা করা হয়নি। তবে পরিস্থিতি মোকাবিলায় তৎপরতা শুরু হয়েছে জেলা প্রশাসনিক মহলে ও স্বাস্থ্য দপ্তরে। তিন রোগীকেই হোম কোয়ারান্টাইন থেকে সরিয়ে কোভিড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করেছে স্বাস্থ্য দপ্তর৷
ওই তিন রোগী যাঁদের সংস্পর্শে এসেছিল তাদেরও কোয়ারান্টাইনে পাঠানোর কথা জানিয়েছে স্বাস্থ্য দপ্তর৷ এমতবস্থায় আতঙ্কের সৃষ্টি হয়েছে শহরবাসীর মধ্যে। যদিও জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার কথা জানানো হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও প্রশাসনের শীর্ষকর্তারা।