রায়গঞ্জ

মানুষের হাতে পড়ে বেঘোরে প্রাণ গেল ঘড়িয়ালের, শোক পশুপ্রেমীদের

উদ্ধার হওয়ার একদিনের মাথাতেই মৃত্যু হল ঘড়িয়ালের। বিলুপ্তপ্রায় জলজ প্রাণীর মৃত্যুতে শোকের ছায়া বন দপ্তরের কর্মী ও পশু প্রেমীদের মধ্যে।

Bengal Live রায়গঞ্জঃ মৃত্যু হল নাগর নদী থেকে উদ্ধার হওয়া ঘড়িয়ালের। উদ্ধারের একদিনের মাথাতেই মৃত্যু হল ঘড়িয়ালটির। শনিবার রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে মৃত্যু হয়েছে ঘড়িয়ালটির বলে জানিয়ছেন বিভাগীয় বন আধিকারিক সোমনাথ সরকার। বন দপ্তর সূত্রে জানা গেছে, ঘড়িয়ালের মৃত্যুর পর ময়নাতদন্ত করে আইন অনুযায়ী শেষ কৃত্য সম্পন্ন করা হয়েছে।

fish-eating crocodile gharial
শুক্রবার নাগর নদী থেকে উদ্ধারের পর। ফাইল ছবি

গত শুক্রবার সকালে রায়গঞ্জ ব্লকের ভিটিয়ার গ্রাম লাগোয়া নাগর নদীতে কুমিরের মতন দেখতে একটি প্রাণীকে ভেসে থাকতে দেখেন বাসিন্দারা। এরপর স্থানীয় যুবকরা দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ওই ঘড়িয়ালটিকে নদী থেকে উদ্ধার করে। ঘড়িয়াল উদ্ধারের খবর এলাকায় জানাজানি হতেই উৎসুক জনতার ভীড় উপচে পড়ে এলাকায়৷ ঘড়িয়ালকে ছবি তোলার হিড়িক ওঠে। এরপর বন দপ্তর ও পশুপ্রেমী সংগঠন উত্তর দিনাজপুর পিএফএ-র সদস্যরা ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে ঘড়িয়ালটিকে গ্রাম বাসীদের হেফাজত থেকে মুক্ত করে। কুলিক ফরেস্টে আনা হয় ঘড়িয়ালটিকে। ফরেস্টের একটি জলাশয়ে রাখা হয় ঘড়িয়ালকে৷

fish-eating crocodile gharial Critically Endangered
ঘড়িয়ালকে নিয়ে স্থানীয়দের উচ্ছাস। ফাইল ছবি

এরপরেই শনিবার ঘড়িয়ালটির মৃত্যু হয়। বিভাগীয় বন আধিকারিক সোমনাথ সরকার জানান, শনিবার কুলিক ফরেস্টের জলাশয়ে থাকাকালীন মৃত্যু হয়েছে ঘড়িয়ালটির। আইন মেনে ময়নাতদন্ত করা হয়েছে। মনে করা হচ্ছে, নদী থেকে উদ্ধার হওয়ার পর ঘড়িয়ালটিকে নিয়ে সাধারণের অতিরিক্ত টানাহেঁচড়া ও আতঙ্কের জেরে অসুস্থ হয়ে পড়ে ঘড়িয়ালটি। সেই কারণে ঘড়িয়ালটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা বনকর্মীদের৷

Related News

Back to top button