রায়গঞ্জ

রায়গঞ্জ মেডিক্যালের বাকি ৪ রোগীর রিপোর্টও করোনা নেগেটিভ

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ থেকে পাঠানো বাকি ৪ জন রোগীর করোনা রিপোর্টও নেগেটিভ। ফলে এখনও পর্যন্ত জেলায় কোনও করোনা আক্রান্তের খবর নেই।

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ থেকে পাঠানো বাকি ৪ জন রোগীর করোনা রিপোর্টও নেগেটিভ। শুক্রবার একথা জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ওই চার রোগীর নেগেটিভ রিপোর্ট আসার পর স্বস্তির হাওয়া জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ও রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে। এই নিয়ে মোট যে ৯ জন রোগীর করোনা পরীক্ষা করা হল তাঁদের প্রত্যেকের রিপোর্টই নেগেটিভ। ফলে বলাই যায়, এখনও পর্যন্ত উত্তর দিনাজপুর জেলা করোনামুক্ত রয়েছে।

গত বুধবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা পাঁচ রোগীর সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বুধবার মেডিক্যাল কলেজের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, হু এবং আইসিএমআর-এর গাইডলাইন মেনেই ওই পাঁচ রোগীর সোয়াব স্যাম্পল পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে নমুনা পাঠানোর পরেই চিকিৎসাধীন পাঁচ রোগীর মধ্যে একজনের আকস্মিক মৃত্যু হয়৷ এরপর যুদ্ধকালীন তৎপরতায় ওই রোগীর নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানান, আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন মৃত রোগীর করোনা রিপোর্ট নেগেটিভ৷ ফলে এখনও পর্যন্ত উত্তর দিনাজপুর জেলা করোনা মুক্ত। সাধারণের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

Related News

Back to top button