ষষ্ঠ দফার ভোটের আগে বৃষ্টির পূর্বাভাস উত্তরে, সম্ভাবনা উত্তর দিনাজপুরেও
এদিন সকাল থেকেই উত্তরের বেশ কিছু জেলায় আকাশ মেঘলা রয়েছে। ষষ্ঠ দফার ভোটের আগে উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
কোভিড সংক্রমণ রুখতে কোন মাস্ক কতটা কার্যকর?
Bengal Live ডেস্কঃ ষষ্ঠ দফা নির্বাচনের আগে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়ার সাথে বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তর দিনাজপুর জেলায়। বজ্র-বিদ্যুৎপাত সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরের অন্যান্য জেলাতে। তবে দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।
বাংলাদেশ স্পেশাল রেসিপিঃ দই রুই
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা না থাকলেও ষষ্ঠ দফার ভোটের দিন অর্থাৎ বৃহস্পতিবার কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিঙ, উত্তর দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর৷ সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া। কোথাও কোথাও বজ্র-বিদ্যুৎপাত সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।