গুজরাতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রায়গঞ্জের যুবকের
গুজরাতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রায়গঞ্জের যুবকের
Bengal Live রায়গঞ্জঃ গুজরাটে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল রায়গঞ্জের গোয়ালপাড়ার এক যুবকের। মৃত যুবকের নাম রঞ্জন বিশ্বাস ( ১৯)৷ সোমবার গুজরাট থেকে রঞ্জনের মৃতদেহ রায়গঞ্জের গোয়ালপাড়া গ্রামে এসে পৌঁছাতেই পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন। পরিবারের একমাত্র ছেলের অকাল মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
এলাকারই এক যুবকের সাথে গুজরাটে কাজ করতে যায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গোয়ালপাড়ার বাসিন্দা বছর উনিশের যুবক রঞ্জন বিশ্বাস। প্রথমে একটি রাইস মিলে কাজ করার পর গান্ধীগ্রাম জেলার নীলকুন্ড এলাকায় একটি লবনের কারখানায় কাজ নেয় সে। কিছু টাকা রোজগার করার পর শনিবার তার রায়গঞ্জে ফেরার কথা ছিল।
এদিকে শনিবার দিনই দুঃসংবাদটি রঞ্জনের রায়গঞ্জের বাড়িতে এসে পৌঁছায়। রঞ্জনের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে কারখানার যে ঘরে সে থাকত সেই ঘরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ ত্যাগ করে রঞ্জন। এদিন মৃতদেহ রায়গঞ্জের বাড়িতে পৌঁছতেই শোকে বিহ্বল হয়ে পড়েন রঞ্জনের পরিজনেরা।